টি এম এ হাসান সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের কামা রখন্দ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নগরপাড়া গ্রামে পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই পুকুরের রুই, কাতল, পুঁটি, সহ বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করছেন। মৎস্য ব্যবসায়ী আব্দুল মোমিন শেখ জানান,সাড়ে তিন বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটিতে ৭০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়।যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার সকাল বেলায় হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়। এ ঘটনায় কামারখন্দ থানায় বৃহস্পতিবার সকালে মাছ মেরে ফেলার অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।