টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | শনিবার, ২৬ জুন ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে গত ২৪ঘন্টায় ৯৪জনের নমুনা পরীক্ষা করে আরও ৩৯জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণ সনাক্ত হয়েছে। এই ৩৯জন সহ জেলায় সর্বমোট কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা ৪হাজার ২২৫জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ১০জন, চৌহালীতে ৫জন, কামারখন্দের ১জন, রায়গঞ্জে ৩জন, উল্লাপাড়ায় ১১জন, শাহজাদপুরে ৪জন ও বেলকুচিতে ৫ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৯জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪হাজার ২২৫জন। এর মধ্যে ৩হাজার ৩১৪ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১ জনের।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।