শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জে ২৪৪জন সনাক্তের রেকর্ড, মৃত্যু-২

 টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ:   |   সোমবার, ১২ জুলাই ২০২১   |   প্রিন্ট


সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এযাবৎকালের জেলায় একদিনে সর্বোচ্চ সনাক্তের রেকর্ড। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৪২ শতাংশ। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফ আলী (৬৫) ও সদর উপজেলার মৃত আহাদ আলীর ছেলে ওসমান গণী (৬২)। শনিবার (১১ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবসহ জেলার বিভিন্ন হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে করোনা শনাক্ত হয় ২৪৪ জনের। তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৭১জন, কাজিপুরে ৪২জন, কামারখন্দে ৩২ জন, চৌহালীতে ২৩ জন, শাহজাদপুরে ২২জন, বেলকুচিতে ২০ জন, উল্লাপাড়ায় ১৩ জন, রায়গঞ্জে ১২জন ও তাড়াশের ৯জন। এদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩৬ জন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৪ জন ও রায়গঞ্জে ভর্তি আছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে নতুন মারা যাওয়া আশরাফ আলী ও ওসমান গণী সহ এযাবৎকাল সিরাজগঞ্জ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। নইলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হতে পারে।

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins