জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় পাবনার বিএডিসি’র (পানাসী প্রকল্প) প্রকল্প পরিচালক (পিডি) সাজ্জাদ হোসেন ভূইয়া’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৭টার দিকে জেলার শাহজাদপুর থানার পারকোলা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তিনি তার সরকারি গাড়িতে কাজ পরিদর্শনে আসলে পথে এই দূর্ঘটনার কবলে পড়েন। নিহত সাজ্জাদ হোসেন ভূইয়া নরসিংদীর সদর থানাধীন পশ্চিম কান্দাপাড়া মহল্লার সিএনবির ৪৫/১ এর বাসিন্দা এবং মৃত সামাদ মিয়ার ছেলে। তিনি পাবনার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (পানাসী প্রকল্প) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) হিসাবে দায়িত্বরত ছিলেন। বিশয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল্লাহেল বাকী হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, পাবনার বিএডিসি’র (পানাসী প্রকল্প) প্রকল্প পরিচালক (পিডি) সাজ্জাদ হোসেন ভূইয়া সকালে কাজের সিড পরিদর্শনে আসলে গাড়িটির নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় চালক সহ ২জন আহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।