
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট
সিরাজগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D) দিবস পর্যবেক্ষণ কর্মসূচি ও তিন দিনব্যাপী বালিকাদের কাবাডি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পোরাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা নূরে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও ইউনিসেফের সিএফ প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ছাত্র-ছাত্রী, খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সচেতনতা ও খেলাধুলাভিত্তিক উন্নয়ন বিষয়ক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার, যা তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়তা করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা নূরে এলাহী বলেন, “ইউনিসেফ বাংলাদেশ শিশু সুরক্ষা এবং ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে ইউনিসেফ আরও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করলে তা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়া, একই দিনে বিকাল সাড়ে ৫টায় বালিকাদের তিন দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ২০ জন বালিকা কাবাডি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।
Posted ৮:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।