
টি এম এ হাসান সিরাজগঞ্জ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুলকাত আলী (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রতিপক্ষের ধাক্কায় ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টাযর দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর উত্তরপাড়া কালাচাদপুর মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মুলকাত আলী একই এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে। নিহতের বড় ছেলে কাওসার আলী হাসপাতালে দাঁড়িয়ে বলেন, একই এলাকার পিতাঃ মৃত আ. জব্বার মোল্লার ছেলে আকরাম হোসেন মোল্লা সাথে আমাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জায়গাটি আবার কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের তাদের কাছ থেকে ক্রয়ের উদ্দেশ্যে বায়না করেছেন। এর প্রেক্ষিতে কালিয়াহরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের ছেলে সবুজ ও সোহাগ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক মামলাকৃত জমি দখল নিতে আসলে আমার বাবা বাধা দেন। এসময় সন্ত্রাসী বাহিনী লাঠি দিয়ে আমার বাবাকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। আমরা তাকে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তারা আমাকেও মারধর করেন বলেও জানান তিনি। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ৪০ এর দিকে তাকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মুঠোফোনে বলেন, সে হঠাৎ করে স্টোক করে মারা গেছেন কিন্তু এখন প্রতিপক্ষের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেই ফুটেজ দেখলেই সত্যটা বেরিয়ে আসবে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাকে ধাক্কা দিলে সে সেখানেই পড়ে মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এঘটনায় থানায় এখনো কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সেই অনুযায়ী তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়া হবে।
Posted ১:২০ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।