শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জে সকালের মহাসড়কে ৪জনের মৃত্যু

টি এম এ হাসান, সিরাজগঞ্জ   |   বুধবার, ২৫ আগস্ট ২০২১   |   প্রিন্ট

সিরাজগঞ্জে সকালের মহাসড়কে ৪জনের মৃত্যু

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজার এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ৩জন অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে। অন্যদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন খালকুলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে। ৪জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী। নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত খোদা মোতাহের হোসেনের ছেলে খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)। তবে খালকুলা এলাকায় নিহত ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিক্সা নিয়ে বের হন তারা। পরে পাঁচলিয়া বাজার ফুট ওভার ব্রীজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী গামী রড বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ওসি শাহজাহান আলী বলেন, ভোর ৬টার দিকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের পাচলিয়া বাজার এলাকায় একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। অন্যদিকে মহাসড়কের খালকুলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আমরা মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নেয়ার ব্যাবস্থা করছি। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও দূর্ঘটনার মূল কারণও জানার চেষ্টা চলছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com