
টি এম এ হাসান, সিরাজগঞ্জ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 44 বার
সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে লুঙ্গি খুলে পালানো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের সেই ইউপি সদস্য শফিকুল ইসলাম শফির স্ত্রীর সরকারি ন্যায্যমুল্যের চালের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে শফি মেম্বারের স্ত্রী উম্মে সালমার মালিকানায় থাকা সরকারি ন্যায্যমুল্যের (ফেয়ার প্রাইজের) চাল বিতারণের ডিলারশিপটি বাতিল করা হয়। স্থানীয় ও উল্লাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ অক্টোবর) রাতে হতদরিদ্রদের বরাদ্ধ দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে আসছিলেন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার উম্মে সালমার স্বামী শফিকুল ইসলাম শফি। এসময় গোপনে খবর পেয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৫শ কেজি সরকারি চাল এবং পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়। চাল পাচারের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্য শফি’র স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতারণের ডিলারশিপ বাতিল করা হয়। উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক জানান, সম্প্রতি হাতেনাতে ধরাপড়ায় ইউপি সদস্য শফি’র চাল পাচারের ঘটনা প্রমাণিত হয়েছে। ফলে কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী তার স্ত্রী সালমার নামে থাকা ডিলারশিপটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel