টি এম এ হাসান সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আকবর হোসেন নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত আকবর হোসেন সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু। আকবর হোসেন (৪৮) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সে তার নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন তিনি। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।