টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | শনিবার, ১৯ জুন ২০২১ | পড়া হয়েছে 191 বার
মেডিকেল শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সিরাজগঞ্জের ৩টি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ (করোনা ভাইরাস) ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে সদর উপজেলার শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে ২টি বুথে টিকাদান কার্যক্র্মের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এ কার্যক্রম আগামী ১৯, ২২, ২৬, ২৯ জুন ও ১ জুলাই চলবে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে কোভিড-১৯ (করোনা ভাইরাস) ভ্যাকসিনেশন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল, পরিচালক ডাঃ মোঃ আবুল কাশেম, সিভিল সার্জন ডাঃ রামপদ পাল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা, প্রভাষক আব্দুল্লাহেল কাফী, টিকাদান কেন্দ্রের ভোকাল পারসন সহকারী অধ্যাপক ডাঃ লায়লা রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ।
উদ্বোধন কার্যক্রমে ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করলেও সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে মাস্ক ব্যবহার, হাত পরিষ্কার করুন। পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখুন ও অন্যকেও সুরক্ষিত রাখার পরামর্শ দিন। মেডিক্যাল শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম টিকা গ্রহণ করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী তানভীরুল ইসলাম। প্রথমদিনেই ১৯২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের ৫৩ জন, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৫৬ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৮৩ জন শিক্ষার্থী। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমিরুল ইসলাম চৌধুরী জানান, সিরাজগঞ্জের ৩টি মেডিকেল কলেজের ৮শ ৬৮জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে। প্রথম দিনেই ৩মেডিকেল কলেজ হাসপাতালের ১৯২ জন শিক্ষার্থী টিকা প্রদান করা হয়েছে। এই টিকাদান কার্যক্রম আগামী ১৯ জুন থেকে ২২, ২৬ ও ২৯ জুন এবং ১ জুলাই এই টিকাদান কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel