
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
৪০ জন অনূর্ধ্ব-১৫ বালককে নিয়ে ২১টি সেশনের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও সনদপত্র বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) গণপতি রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফারুক আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেম এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ফরিদুজ্জামান স্ট্যালিন, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৃণমূল ফুটবল কোচ (ফিফা) ও জেলা ফুটবল কোচ মো. রেজাউল করিম খোকন। পাশাপাশি সরকারি প্রশিক্ষক হিসেবে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা সমন্বিতভাবে সহযোগিতা করেন।
Posted ৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।