জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | শনিবার, ০৩ জুলাই ২০২১ | পড়া হয়েছে 130 বার
কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা না মানার অপরাধে সিরাজগঞ্জে ১১৯জনকে ৭০ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালতে মোট ১০৭টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে শনিবার (৩ জুলাই) জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মোট ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরও জানান, বিধিনিষেধ না মানায় ১০৭টি মামলা দায়েরের বিপরীতে এসব মামলায় ১১৯জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৭০ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel