টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 95 বার
সিরাজগঞ্জে ভ্যান চালকের বাড়ী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুস সালাম নামে এক ভ্যান চালকের বাড়ী থেকে হোসেন আলী (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করা হয়েছে। রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিঠ ও মুখে আঘাত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।। স্থানীয়রা জানান, নিহত হোসেন পেশায় কখনো ভ্যানচালক আবার কখনো চালের ব্যবসা করেন। রোববার সকালে আব্দুস সালামের শোবার ঘরে হোসেন আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্যে সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫) মেয়ে রাহা খাতুন (২৫)ও জেসমিন খাতুনকে (২৩) থানায় নিয়ে গেছে। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছেন। হোসেন আলীর পুত্র মিলন মিয়া (২৭) অভিযোগ করে বলেন, আমার বাবাকে চালের টাকা পরিশোধ করার কথা বলে সালাম ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। কয়েকদিন আগেই বাবার সাথে সালামের ঝগড়া হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে একটি চাকু জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটা হত্যাকাণ্ড। হত্যার কারণ জানতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ৬:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel