
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকার একটি বাগান থেকে রেজাউল করিম (৪৫) নামে এক ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে বাসুদেবকোল মধ্যপাড়া এলাকার কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা কামারপাড়ার গ্রামের রমজান আলীর ছেলে।
নিহতের বড় ভাই কারিম জানান, শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন রেজাউল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার সকালে খবর পেয়ে বাসুদেবকোল এলাকায় গিয়ে রেজাউলের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, রেজাউলকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৬:৫০ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।