টি এম এ হাসান সিরাজগঞ্জ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে বিষাক্ত মদপানের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এদিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো চার জনে। সোমবার (৯ আগস্ট ২০২১ ইং) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ থেকে বগুড়া নেওয়ার পথে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। নতুনকরে মারা যাওয়া পিন্টু শেখ (৪০) শিয়ালকোল ইউনিয়নের বিলধলি পুকুর চালা এলাকার মৃত ঘুইয়া শেখ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী। উল্লেখ্য, সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে রোববার (৮ আগষ্ট ২০২১ ইং) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার (৯ আগষ্ট) সকালে দুজনের দাফন সম্পন্ন হয়। বাকি একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এঘতনায় মৃত ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিম আলীর ছেলে আব্দুল (৩২), সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০) ও বিলধলি পুকুর চালা এলাকার মৃত ঘুইয়া শেখ এর ছেলে পিন্টু শেখ (৪০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারকী বলেন, বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে চারজন হয়েছে। আমরা সকালে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছিল। পরে সরাইচন্ডীর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপরে রাতে বগুড়া নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে। তার মৃতদেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।