টি এম এ হাসান সিরাজগঞ্জ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেফতার
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেফতার!
টি এম এ হাসান সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার জন রানা। গ্রেফতারকৃত কাসেম আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসে করে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাড়ি শিয়ালকোলে ফিরছিলেন সাইদুল ইসলাম (২০) নামে এক যুবক। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা জোরপূর্বক তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। পরে সাইদুলের ভাইয়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। পাশপাশি সাইদুলকে শারীরিক নির্যাতন করে তার কান্নার শব্দ পরিবারকে শোনানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই র্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করেন সাইদুলের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে ৫ সেপ্টেম্বর অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত সাইদুল ইসলামকে। এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর মামলা করেছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার করা ভিকটিমকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৬:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।