টি এম এ হাসান সিরাজগঞ্জ | বুধবার, ২৮ জুলাই ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎপৃষ্টে শাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। নিহতের ভাই শামসুল আলমের বরাত দিয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী জানান, বৃদ্ধা শাহেরার বাড়ির গোয়াল ঘরের টিন বিদ্যুতায়িত ছিল। বিষয়টি টের পান বৃদ্ধা। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে গোয়াল থেকে তিনি গরু বের করতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহেরা বেগমের কোন সন্তান-সন্ততি নেই। তার একমাত্র পালিত পূত্রও বাক প্রতিবন্ধী বলে জানান তিনি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।