• শিরোনাম

    সিরাজগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

    টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 358 বার

    সিরাজগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

    apps

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলায়মান আলী মন্ডলের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদুল ইসলামকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড বুলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সন্ধ্যার আগে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সময়: ১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ