• শিরোনাম

    সিরাজগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

     টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: মঙ্গলবার, ০১ জুন ২০২১

    apps

    সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে ইসলাম মন্ডল (৩০) নামের এক ব্যবসায়ী ও তার গরু সহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সাথে এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম মন্ডল উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল গ্রামের ইয়াহিয়া মন্ডলের ছেলে। নিহতের বড় ভাই ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হাসান এতথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় ব্রজপাতে ইসলাম মন্ডল আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শামীমুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে পরিবারের লোকজন মৃৃতদেহটি নিয়ে যায়

    বাংলাদেশ সময়: ৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ