টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেলে শাহজাদপুর উপজেলা চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম ব্যাপারীর পুত্র নবম শ্রেণির স্কুল ছাত্র নাজমুল (১৫), কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আজগর আলীর পুত্র হাসেম আলী (২৫), ও সোলাইমান মোল্লার স্ত্রী ছাকেরা বেগম (৫৬) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনের মেয়ে ও গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মোহনা খাতুন (১৭)। নিহত হাসেম আলীর চাচাতো ভাই সোমসেদ আলী জানান, সোমবার বিকেলে নাজমুল ও হাসেম আলী চিথুলিয়া মাঠে ধান শুকানোর কাজ করছিল। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তাদের শরীর ঝলসে এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত ছাকেরার ভাগিনা তৌহিদুর রহমান জানান, মেয়ের বাড়ী থেকে বাড়ী ফেরার পথে বিলের মধ্যে থাকা অবস্থায় বজ্রপাতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল মোহনা। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তার শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যায়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত। এ দুর্যোগে অনেকের প্রাণহানি ঘটে। তবে ঝড়-বৃষ্টির সময়ে সাবধানে চলাচল করতে হবে। তিনি বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান।
Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।