টি এম এ হাসান, সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ ব্র্যাকের রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার থেকে বিদেশ ফেরত অভিবাসী মুরাদ শেখকে প্রত্যাশা প্রকল্প থেকে অর্থনৈতিকভবে ঘুড়ে দাঁড়ানোর জন্য একটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা-২ প্রকল্প থেকে কুয়েত থেকে ফেরত আসা কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বাসিদ্ধা মোঃ ফরিদ খানকে মুরগীর খামার স্থাপনের জন্য ৫০ হাজার টাকা দিয়ে ৪০০ মুরগীর বাচ্ছা এবং ২৩ বস্থা ফিড ক্রয়ে সহযোগীতা প্রদান করা হয় । বুধবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের জগাইমোড় রোডস্থ ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের অফিসে – এক অনুষ্ঠানের মাধ্যমে ২টি প্রকল্প থেকে বিদেশ ফেরত অভিবাসীকে অর্থনৈতিকভাবে ঘুড়ে দাঁড়াতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় । অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুরুস্ক ফেরত মুরাদ শেখকে প্রত্যাশা প্রকল্প থেকে একটি পাওয়ার টিলার মেশিন প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের মাইগ্রেশন প্রোগ্রাম হেড মোঃ শরিফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমদ কোরেশী, সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ রইসউদ্দিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার সাহা, ইউপিজি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রহমান, আরএসসি ম্যানেজার রাজু আহমেদ, ডিস্ট্রিক্ট ম্যানেজার রকিবুল হোসেন, সাইকো-সোশ্যাল কাউন্সেলর মোঃ সিফাত কবির সিমান্ত এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মাজেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
Posted ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।