সিরাজগঞ্জ প্রতিনিধি: টি এম এ হাসান | বুধবার, ২৮ জুলাই ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে বুধবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে পৌঁছেছে করোনা মোকাবেলায় ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ এর আরেকটি ট্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেড’র আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। ‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেয়া হবে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে। বুধবার (২৮ জুলাই) পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। এর আগে গত রবিবার (২৫ জুলাই) একটি ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০টন অক্সিজেন আনে লিন্দে বাংলাদেশ।
Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।