জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে পুলিশ-যুবদলের সংঘর্ষে ২জন পুলিশ সদস্যসহ যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। যুবদলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির আগে শহরের ইবি রোডস্থ বিএনপির জেলা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সকাল ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু নিজেই। এবং অন্যদিকে এঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, দপ্তর সম্পাদক মুসা আকন্দ, সদস্য, পারভেজ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল, সদস্য আব্দুল মতিন, শামীম, জুয়েল, সাব্বির, তামিম, মিলন, বাবু, সোহাগ, স্বপন সহ অনেকেই আহত হয়েছেন। জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন আজ যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। আমরা মিছিল ও স্লোগান না দিয়ে কয়েকজন করে দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের প্রথমে ইসলামিয়া কলেজের সামনে এবং পরে দলীয় কার্যালয়ের সামনে বাধা দেয় ও নেতাকর্মীদের ওপরে আক্রমণ চালায়। এতে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ এসময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করলে আমাদের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে শহর যুবদলের সদস্য আব্দুল মতিনকে রাবার বুলেটবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় তীব্র নিন্দাও জানান তিনি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ যুবদলের নেতাকর্মীরা শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য আহবান জানালেও তার বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পুলিশের ওপরে আক্রমণ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ধরে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন। পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জও করা হয়। এঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ
Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।