টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | সোমবার, ১০ মে ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন নতুনপাড়া ও বোয়ালিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে জিহাদ (৫) ও নোমান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে ও বিকালে পৃথকস্থানে পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়। সলঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছানোয়ার জানান, নতুনপাড়া গ্রামের মোস্তফার ছেলে নোমান (৪) খেলারত অবস্থায় হঠাৎ করেই অনেক খোজাখুজি করে আর পাওয়া যাচ্ছিলনা। পরে বেলা দেড় টায় মোস্তফার বাড়ির পাশে ডোবায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। অপরদিকে থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের কামরুল ইসলামের পুত্র জিহাদ (৫) অন্য ছেলেদের সাথে বিকাল ৩টার দিকে মাঠে খেলতে গিয়ে বোয়ালিয়া বিলের খালের পানিতে পড়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম। সলঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই বা থানাতেও কেও অবগত করেনি।
Posted ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।