টি,এম,হাসান, সিরাজগঞ্জ: | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তাদের নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এদেএ মধ্যে একটি ৫বছরের ছেলে ও ৪বছরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। মারা যাওয়া শিশু দুটি হলো পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সেখানেই ডুবে মারা যায়। পরবর্তীতে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেএ মৃত ঘোষণা করেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করে রায়গঞ্জ হাসপাতালে যাচ্ছি। আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।###
Posted ৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।