জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 40 বার
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ফোনে ডেকে নিয়ে ইউফুস আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার চক কোবদাস পাড়া মহল্লার হুন্দাই প্রজেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউফুস আলী চক কোবদাস পাড়া মহল্লার গুটু সেখের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন বলে জানা গেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, একই এলাকার সফর আলী ছেলে মমিনুল ইসলাম (বড় গ্যাদা) কিছু টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার হুন্দাই প্রজেটের ভিতরে ডেকে নিয়ে যায় মমিনুল ইসলাম (বড় গ্যাদা)। পরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সেখানে কুপিয়ে আহত করে ইউসুফ আলীকে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে আহত অবস্থায় ইউনুফ আলীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel