টি এম এ হাসান সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
: সিরাজগঞ্জের দরিদ্র ও দু:স্থ রোগীদের চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মেডিকেল টিম। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে দু:স্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন (বগুড়া অঞ্চল) আর্টিলারি ব্রিগেড এর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তত্বাবধানে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ২১ ফিল্ড আম্বুলেন্সের ব্যবস্থাপনায় এই কার্যক্রমের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ২১ ফিল্ড আম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোছা: তহমিনা আক্তার। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করছেন ক্যাপ্টেন নওরিন নাজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা থানা অফিসার ডা: জাহিদুল ইসলাম হিরা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস, এম মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।#
Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।