টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের নতুন ট্রাক লেনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইবনে আশোয়াত (২৫) নওগাঁ জেলা সদরের ধুবলহাটি গ্রামের সাতোয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার বিশ্বাস বলেন, নিহত আশোয়াত মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে ট্রাকের নতুন লেনে ঢুকে পড়েন। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল ছিল। এমতাবস্থায় তিনি মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়েন। আমরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন বলেও জানান এই কর্মকর্তা
Posted ১:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।