টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষীকোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। নিহতরা হলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে সিএনজি চালক মানিক হালদার (৫০) ও টাঙ্গাইল সদরের কাঠুয়া যোগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে দিনেশ কুমার সরকার(৪৫)। রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহতরা বিয়ে বাড়ীতে দেওয়ার জন্য সিএনজি অটোরিকশা যোগে মাছ কিনে নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে তাতক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
Posted ৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।