টি এম এ হাসান সিরাজগঞ্জ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় ট্রাকের ধাক্কায় শহিদুল শেখ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত শহিদুল শেখ (৩৬) রায়গঞ্জ উপজেলার সড়াইহাজিপুর গ্রামের বিশা শেখ এর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ডালিম আহমেদ ঘটনাস্থল থেকে জানান, নিহত শহিদুল বাড়ি থেকে হাটিকুমরুলের দিকে যাওয়ার সময় ভুইয়াগাতি নামক স্থানে পৌছালে পিছন থেকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে শহিদুল সহ মোটরসাইকেলের দুই আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অপর দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
Posted ৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।