টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | শনিবার, ১৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের কাজীপুরে ধানক্ষেতের সেচের নালা থেকে মুক্তার কসাই নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগষ্ট) সকাল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের দক্ষিণপাড়া গ্রামে একটি ধানক্ষেতের সেচের নালা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মুক্তার কসাই উপজেলার ছালাভরা কসাইপাড়া চারমাথা এলাকার মৃত আমির উদ্দীন কসাইয়ের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে একদল শ্রমিক জমিত পাশে সেচের নালার উপর মুক্তার কসাইয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, বৃহস্পতিবার বিকেল ছাগল বিক্রির টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মাঝে মাঝেই রাতে দেরিতে বাড়ি ফিরতেন তিনি। আজ সকালে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল গিয়ে নিজ স্বামীর মৃত দেহ দেখতে পাই। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার জানান, সেচের নালায় নিহতের মরদেহ তুলে ধুয়ে পরিস্কার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।