জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | শনিবার, ০৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে সদর পৌরসভায় ৯টি কেন্দ্র সহ জেলায় সর্বমোট ৮৩টি কেন্দ্রে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্র হতে প্রতিদিন ৬শত মানুষ টিকা গ্রহণ করতে পারবেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়তে দেখা গেছে। টিকা নিতে আসা অনেকেই জানান, সরকারের গণহারে টিকা দেয়ার সিদ্ধান্তে তারা খুশী হয়েছেন। এতে দেশের অধিকাংশ মানুষ টিকা নিতে পারবেন। এই টিকা কার্যক্রমে দেশের প্রতিটি মানুষেরই টিকা নেয়া উচিৎ বলেও মনে করেন তারা। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, আজ থেকে শুরু হওয়া গণ টিকা কার্যক্রমে নেয়া প্রথম ডোজের পরে নির্দিষ্ট সময়ে এদেরকে আবার দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে বলেন, সবাই টিকা নিলে করোনার ভয়াবহতা অনেকটাই কমে যাবে।
Posted ২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।