• শিরোনাম

    সিরাজগঞ্জে ঘুড়িয়ে দেয়া হচ্ছে দূরপাল্লার বাস

    টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ | সোমবার, ১৭ মে ২০২১ | পড়া হয়েছে 145 বার

    সিরাজগঞ্জে ঘুড়িয়ে দেয়া হচ্ছে দূরপাল্লার বাস

    apps

    : সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে চলাচলরত সকল দূরপাল্লার বাসকে ঘুড়িয়ে দিচ্ছে পুলিশ। মহাসড়কে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করলে দুপুর থেকে সিরাজগঞ্জের মহাসড়কে বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার সকল বাস চলাচল। বিষয়টি কড্ডা থেকে নিশ্চিত করেছেন ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। অন্যদিকে হাজারো ঢাকা মুখী যাত্রী নিরুপায় হয়ে বৃষ্টিতে কড্ডা এলাকায় আশে পাশে দোকান, মার্কেটসহ যেখানে পারছেন দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অল্পকিছু গাড়ি চলাচল ছাড়া মহাসড়ক ফাঁকা দেখে গেছে। এদিকে ট্রাক, পিক-আপ, মাইক্রোবাস সহ অন্যান্য যান চলাচল করায় বাস শ্রমিকরা গাড়ি চালানোর দাবিতে কড্ডা এলাকায় আন্দোলন করলেও এখন পর্যন্ত বাস গুলোকে ছেড়ে দেওয়া হয়নি। তবে নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি। দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় দেখা গেছে দূরপাল্লার সকল বাস ঘুড়িয়ে দেওয়া হলেও গাড়ির চাপ কম থাকায় কোনো যানজট নেই। অসংখ্য দূরপাল্লার বাস ফেরত গেলেও কিছু বাস যানজটের বিষয়টি মাথায় রেখে এবং অনুমতি পাওয়া যেতে পারে আশায় ঢাকাগামী বাসগুলো বেশিরভাগই সিরাজগঞ্জ শহর মুখী হয়ে রাস্তার ধার দিয়ে অপেক্ষা করছেন। এবং উত্তরবঙ্গগামী বাস গুলো আবার ঢাকা মুখী ফিরে যাচ্ছে ও কেও কেও দূরে গিয়ে অপেক্ষা করছে। এদিকে টাঙ্গাইল ও চন্দ্রা এলাকা থেকেও অনেক দূরপাল্লার বাস ফেরত আসছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    বাংলাদেশ সময়: ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ