শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

  |   শুক্রবার, ০৯ জুলাই ২০২১   |   প্রিন্ট

সিরাজগঞ্জে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিথি:
সিরাজগঞ্জে গত ২৪ঘন্টায় জেলায় সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৫ ও জেলার বিভিন্ন হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কীটের মাধ্যমে আরও ৯২জনসহ মোট ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা আজ অবধি একদিনে এই জেলায় সর্বোচ্চের রেকর্ড হলো। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯.৪৬ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ২৪৫ ও জেলার বিভিন্ন হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কীটের মাধ্যমে আরও ৯২জনসহ মোট ৩৩৭জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সনাক্ত হয় ১৩৩ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ। তিনি বলেন, এর আগে গত ১ জুলাই জেলায় সর্বোচ্চ ১১৯ জন সনাক্ত হয়েছিল। আক্রান্তের হার ছিল ৪৩ দশমিক ৫৮ শতাংশ।

সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘন্টায় এ যাবতকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। নইলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে।

Facebook Comments Box

Posted ১১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins