টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে একসঙ্গে লাগানো তিনটি বাড়ির ১১টি ঘর পুড়ে গেছে। রবিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে হাটখোলা সংলগ্ন বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। পরে বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাত ৮টার দিকে কোনো এক ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা খবর পেয়ে সোয়া ৮টা থেকে রাত ১০টা মিনিট পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও পাশাপাশি লাগানো লম্বা ৩টা বাড়ির সর্বমোট ১১টি ঘর আগুনে পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান এই কর্মকর্তা
Posted ৩:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।