সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি | সোমবার, ১৪ মার্চ ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় সারমিন (২৪) নামে একজন অটো ভ্যান যাত্রী নিহত হয়েছে। রোববার সন্ধা ৬টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত সারমিন সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের লিখনের স্রী। স্থানীয়রা জানান, হাটিকুমরুল গোলচত্বর হতে বগুড়ার দিকে যাচ্ছিল সলঙ্গা থানার কুমাজপুর এলাকায় পৌছিলে কাভারভ্যানটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যান যাত্রী সারমিন রাস্তায় পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যারা যায়। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সারমিনের মরদেহ ও দূর্ঘটনায় কবলিত কার্ভাড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।