টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | সোমবার, ০৭ মার্চ ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রঘুনাথ পুর -বহুলী (UZR) (চেইন-০০০-৯৩০) সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) বিকেলে উক্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর রঘুনাথ পুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর- কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো উন্নয়ন কাজের রোল মডেল সরকার। সারা দেশের উন্নয়ন কাজের ন্যায় সিরাজগঞ্জে ও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে নৌকা প্রতিকে ভােট দেবার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু ৃ মিয়া, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বিশিষ্টসাংবাদিক হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন তালুকদার, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা ও সঞ্চালনায় ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন ২ নংওয়ার্ড আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ হারেজ আলী সেখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষের একাংশ উপস্থিত ছিলেন।
Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।