টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ | সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ২২কিলোমিটার রাস্তার ১০কিলোমিটার রাস্তাজুড়ে থেমে থেমে যানজট ও ধীরগতি রয়েছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় যানচলাচল স্বাভাবিক থাকলেও তারপর থেকে গাড়ির চাপ বাড়তে থাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন। তিনি সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে জানান, কিছুক্ষণ হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় গাড়ির চাপ বাড়ায় থেমে থেমে যানজট ও ধীরগতি তৈরি হয়েছে। কড্ডার মোড় এলাকা থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, কড্ডা থেকে নলকা সেতু মহাসড়কের মফিজ মোড় (৬ নং সেতু) পর্যন্ত প্রায় ৫কিলোমিটার রাস্তায় হালকা যানজট ও ধীরগতি থাকলেও বাকি রাস্তা স্বাভাবিক রয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান আলী বলেন, নলকা সেতু এলাকায় যানজট ও ধীরগতি থাকলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাড়ির চাপ বাড়ছে।
Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।