
নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ ফোন করেও পাওয়া যায়না নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামকে
টাকা হলে অনিয়মকে নিয়মে পরিনত করে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি।নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি অফিসে গ্রাহক হয়রানী বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া চুক্তিমতো কাজ করলে বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়া অবৈধ মিটার সংযোগ, বিদ্যুৎ গ্রাহকদের ভয় হুমকি দেখানোসহ বিস্তর অভিযোগ রয়েছে সিদ্দিকগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে । তাহার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে সে নিজেকে একসময় ক্যাডার ছিল এমন ভাব নিয়ে সে গ্রাহকদেরকে ভয়ভীতি হুমকি দেখিয়ে তাহার কথামতো চুক্তিবদ্ধ হলে বিদ্যুৎতের যেকোন সমস্যা সমাধান করে দিবি বলে সে দম্ভ দেখায়। নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইসলাম বলে বেড়ায় ডিপিডিসির ব্যবস্হাপনা পরিচালক এর স্ত্রীকে দশলক্ষ টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জ অফিসে পোস্টিং নেয়, তাহাকে কেউ সরাতে পারবে না তাহার অবৈধ্য কাজ তদারকি করার জন্য মিটার রিডার আনোয়ার হোসেন কে ডান হাত হিসাবে কাজে লাগায়। আলাদীনের চেরাগের মতো ফুলে ফেপে উঠা এই আনোয়ার হোসেন বিভিন্ন রিকসার গ্যারেজের অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া, মিটার লাগানো বিদ্যুৎ বিল বাড়ানো কমানো সহ টাকার বিনিময়ে সবকিছু পরিবর্তন করতে পারে। এই অবৈধ আয়ের একটি বড়অংশ নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম এর পকেট যায়। প্রাপ্তসূত্রে আরো উল্লে্খ্য যে, নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে গত ০২/০২/২০২৩ তারিখ নাজমুল ইসলাম পাঠান স্বাক্ষরিত ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর সুষ্ঠ ও সঠিক বিচারের জন্য একখানা আবেদন করেন।আবেদনে তিনি উল্লেখ করেন তাহার মৃত ভাই খোকন কাস্টমার নং -১৪৯৫২৮৬৩ মিটার নং DHK -৩১৯৩৮, হিসাব নং ৫৬৪১৭, তিনি অভিযোগ করেন গত ১৮/০১/২০১৩ তারিখ তাহার মৃত ভাই খোকন এর নামে একটি জরিমানা বিল করেন যাহার জরিমানা ধরে তিনলক্ষ তেইশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা । নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইালাম বিভিন্ন মাধ্যমে অনৈতিক ভাবে এই বিল কমিয়ে দিবে বা পরর্বতীতে বিল ধরবেনা এর বিনিময়ে মোটা অংকের টাকা দাবি করেন ,তার প্রাপ্ত টাকা দেওয়া হলে জরিমানা কৃত টাকা রাকিবুল ইসলাম সমাধান করে দিবেন বলে উল্লেখ করেন। এই বিষয়ে সুষ্ঠতদন্ত করে সঠিক বিচার চেয়ে নাজমুল ইসলাম জোরালো দাবি জানান।ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে আরও অভিযোগ যে তিনি প্রতিটি নতুন মিটার সংযোগ বাবদ পনের শত টাকা আদায় করে নেন। এই রকম অসংখ্য অভিযোগ রয়েছে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।