এনামুল হক,শেরপুর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
এনামুল হক,শেরপুর জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’উক্ত স্লোগানে শেরপুর জেলা পুলিশের নারী কল্যাণ সমিতির (পুনাক)উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত “সামাজিক বনায়ন কর্মসূচি” সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এককোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য সারাদেশে বাংলাদেশ পুলিশ ও পুনাক “সামাজিক বনায়ন কর্মসূচি” হাতে নিয়েছে। যার অংশ হিসেবে১১আগষ্ট বুধবার থেকে শেরপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।এসময় পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়াসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।