এনামুল হক,শেরপুরঃ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামীলীগের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এনামুল হক,শেরপুরঃ সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ।১৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে রঘুনাথ বাজারস্থ (বঙ্গবন্ধু স্কয়ার)থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিগত ২০০৫সালের ১৭আগষ্ট ৬৩জেলায় বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট জঙ্গিরা একযোগে সিরিজ বোমা হামলা চালায়।ত্রাসের রাজত্ব কায়েম করতে চেষ্টা করে। মানববন্ধনে বিএনপি-জামায়াত জোট সরকারের জালাও পোড়াও রাজনীতির ব্যাপক সমালোচনা করে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।তিনি বলেন ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তারা দেশ ও দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। শেরপুর জেলা আওয়ামীলীগের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু,নাজিমুল হক নাজিম,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,উপ- দপ্তর সম্পাদক বিনয় সাহা,সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক শামীম হোসেন,সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা,শহর আ.লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম,সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত,যুগ্ন সাধারণ সম্পাদক মানিক দত্ত,রাজন সরকার রাজু,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল,সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে শেরপুর জেলা আ.লীগ,যুবলীগ,মহিলা আ.লীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।