সারাদেশের ন্যায় শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরেও আমন ধান ও চাল সংগ্রহ ২০২১ এর শুভ উদ্ভোধন করা হয়।৭নভেম্বর শনিবার বিকাল ৩টায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এক যোগে ১০টি জেলায় আমন ধান ও চাল সংগ্রহ ২০২১এর শুভ উদ্ভোধন করেন।এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদর সিএসডি গোডাউন চত্তরে ফিতা কেটে প্রান্তিক কৃষক ও মিলারের কাছ থেকে আমন ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।এ সময় ৯নং আশ্করপুর ইউনিয়নের প্রান্তিক কৃষক লকছের আলীর কাছ থেকে ১টন আমন ধান এবং মেসার্স বাঁধন অয়ন অটো রাইস মিল এর স্বত্তাধিকারী মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে ৫টন চাল সংগ্রহ করে এ কার্যক্রমের শুভ যাত্রা শুরু করা হয়।২০২১-২০২২ আমন মৌসুমে সারাদেশে ৩লক্ষ মেট্রিক টন ধান ও ৫ লক্ষ মেট্রিক টন আমন সিদ্ধ চাল ক্রয় করা হবে।এই মৌসুমে দিনাজপুরে সিদ্ধ চাল ৪৮হাজার ৬শ ১৮মেট্রিকটন এবং ১৪হাজার ৩শ ২৩মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।কিন্তু দিনাজপুর সদরে আমন ধান সংগ্রহ করা হবে ১৪৫১ মেট্রিকটন এবং চাল সংগ্রহ করা হবে ২০হাজার ৬মেট্রিকটন চাল। এবারে কৃষকের কাছ থেকে ২৭টাকা কেজি দরে চাল এবং ৪০টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।এই কার্যক্রমের উদ্ভোধন কালীন সময় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন দিনাজপুর সদর ৩আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,দিনাজপুর ১আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল,কৃষি অধিদপ্তর দিনাজপুর এর উপ পরিচালক প্রদ্বীপ কুমার গুহ এবং দিনাজপুরে আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্তিত ছিলেন দিনাজপুর সদর ওসি এল এসডি পুলহাট আব্দুস সালাম মন্ডল,সিএসডির ব্যবস্থাপক মিজানুর রহমান,দিনাজপুর জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন,সাংগঠনিক সম্পাদক প্রতাপ সাহা পানু,অঞ্জলী অটোমেটিক রাইস মিল প্রাইভেট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর ও কার্য নির্বাহী সদস্য রজত।৭নভেম্বর থেকে আগামী ২৮ফেব্রয়ারি ২০২২ এই কার্যক্রম চলবে।