ফাহিম ফারহান | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
সায়রা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট নারায়ণগঞ্জ ও টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এর মধ্যে পর্যটন, টুরিস্ট এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এক Memorandum of Understanding (MoU) চুক্তি রিসোর্ট কার্যালয়ে স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়রা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট এর ডাইরেক্টর অপারেশন্স মোঃ শোয়েব আহমেদ সরকার ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ বদিউল আলম সোহেল এবং টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম,জনাব মোমেনা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ এবং ইন্সপেক্টর মো: দেলোয়ার হোসেন, জোন ইনচার্জ টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ।
টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক বলেন ” দেশের পর্যটন খাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করা এবং সহযোগিতা করা টুরিস্ট পুলিশের মৌলিক দায়িত্ব। দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে টুরিস্ট পুলিশ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে দেশের প্রতিটি হোটেল-মোটেল-রিসোর্ট যেন পর্যটন বান্ধব হয় তা নিশ্চিত করণে টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ট্যুরিজম সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে “
এ সময় উক্ত অনুষ্ঠানে টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং সায়রা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।