স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথ পুর ইউনিয়নের বড় করিমপুর (কসবা) গ্রামের জেলে পল্লীতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায়বভস্মীভূত হয়েছে ২৯ বাড়ি । রোববার (১৭ অক্টোবর) রাতে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ফেসবুকে মাঝিপড়ার এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় তারা। এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ভোর ৪টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। এদিকে ঘটনাস্হল পরিদর্শন করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্হরা জানায় তারা শুধু ঘর বাড়ি চালিয়ে দিয়ে শান্ত ছিলোনা দূর্বৃত্তরা লুটতরাজ করে নিয়ে গেছে নগদ টাকা,স্বর্ণ অলংকার সহ গবাদিপশু। ভয়ে মুসলমান বাড়িগুলোতে জীবন বাঁচাতে স্হান পায়নি পরিবারগুলো। তারা বলেছে তোমাদের কে স্হান দিলে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিতে পারে।এমন আতঙ্কের মধ্যে তারা স্হান নেয় মাঠে আমন ধান ক্ষেত,কলার বাগান, সহ পুকুরের কচুরিপানার নিচে।তারা আরোও জানায়,৩০/৪০ সদস্যের একটি টিম পুরা এলাকায় তান্ডব চালিয়েছে।
Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।