• শিরোনাম

    সাভারে ভুয়া ডিবি পুলিশ আটক (২)

    খুরশীদ আলম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 51 বার

    সাভারে ভুয়া ডিবি পুলিশ আটক (২)

    apps

    সাভারের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় দুই প্রতারককে আটক করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট হতে বাচ্চাদের একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের কর্নপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ দানার চরিতাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) ও একই মনমথ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪)। এদের মধ্যে মিন্টু সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় ও ওমর ফারুক সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। ডিবি পুলিশ জানায়, গতকাল ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজু খন্দকার (৩৪) নামের এক ব্যাক্তি তারা ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে তাহার নিকট হইতে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা আত্মসাত করেছে। এমন সংবাদের ভিত্তি সাভারের কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

    ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তাহার ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেছে। এ সময় তাদের নিকট হতে বাচ্চাদের একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে ডিবি অফিসার পরিচয় দেয়ার জন্য সে খেলনা পিস্তল বিভিন্ন জায়গায় প্রদর্শন করিত। আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    বিষয় :

    বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ