সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুরের চকনদী গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অপহরণের ৬ মাস পর ১৮ ফেব্রুয়ারী/২২ শুক্রবার দুপুরে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ-সময় স্কুল ছাত্রী অপহরণের মুল হোতা সাবু মিয়া কেও গ্রেফতার করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম। জানা যায় যে, গত বছর ১২ আগষ্ট/২১ সন্ধ্যায় চকনদী গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী কে একই গ্রামের আনছার আলীর পুত্র সাবু মিয়া বাড়ীর পার্শ্বে রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজা খুজির পর তাকে না পেয়ে ছাত্রীর পিতা অপহরণ কারী সাবুর পিতা মাতাসহ ৩জনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করে,যাহার মামলা নং- ১১/২১। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরনকারীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে গত ১৮ ফেব্রুয়ারী শুক্রবার গাজীপুর এলাকার মেট্রোগাছা থানাধীন কুনিয়া এলাকার একটি বেতের কারখানা হইতে আসামী সাবু মিয়াকে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যমতে পাশের একটি বাসা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। মেয়েটির অভিভাবক জানান, অপহরণকারী সাবু মিয়া মাদরাসায় যাতাযাতের পথে প্রায়ই তার মেয়েকে রাস্তায় উত্যাক্ত করে প্রেম প্রস্তাব দিত। মেয়েটি বিষয়টি তার অভিভাবকদের জানালে সাবু বেপরোয়া হয়ে উঠে এবং এরই জের ধরে সে মেয়েটিকে কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান। এ-বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইনচার্জ সেরাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরনের মুলহোতা সাবু’কে গ্রেফতার পূর্বক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আসামীকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।