সাদুল্লাপুর প্রতিনিধি -- গাইবান্ধার | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের হাসানপাড়া গ্রামের জামাত আলীর মেয়ে রেশমা বেগমকে (২০) গত ১০ই জানুয়ারি মধ্য রাতে পার্শ্ববর্তী ইদুলপুর ইউনিয়নের চকনদী গ্রামের জয়নুল হোসেনের পুত্র স্বামী সাব্বির হোসেন (২২) ও স্বামীর পরিবারের লোকে পিটিয়ে হত্যা করেন, রেশমার স্বামী ও তার পরিবারের লোকজন রেশমার মুখে বিষ দিয়ে আত্মহত্যার মিথ্যা পরিকল্পনা সাজায়। পরেরদিন সকালে রেশমাকে বাড়িতে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় রেশমার ভাই ভাই মিলন বাদী হয়ে গত ১১ জানুয়ারি সাদুল্লাপুর থানায় রেশমার স্বামীসহ ২ জনকে আসামী করে মামলা দায়ের হয়। মামলা হলেও এখনো কোন আসামী গ্রেফতার না করায় রেশমার পরিবার সহ এলাকাবাসী বিক্ষোভ ও হতাসায় ভুগছেন। রেশমার পরিবার বলে উভয়ই এক বছর ধরে ভালবাসার কারনে ৮/১১/২০২০ তারিখে তার বিবাহ হলে প্রায়ই তার স্বামী যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসে।না দিতে পারায় রেশমার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিত ভাবে অমানবিক নির্যাতনের ফলে তার মৃত্যু ঘটানো হয়েছে দাবী করে রেশামার মা ভাই আত্মীয় স্বজনরা ও এলাকাবাসী ৮ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় ধাপেরহাট জাতীয় মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন মানববন্ধন করেন। তারা রেশমা বেগমের হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, ধাপেরহাট আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামাণিক, কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান সাবেক ছাত্রলীগ নেতা মামুন মন্ডল সহ অনেকে। বক্তারা দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানায়।
Posted ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।