সাদুল্লাপুর প্রতিনিধি | বুধবার, ০৯ মার্চ ২০২২ | প্রিন্ট
গাইবান্ধার সাদুল্লাপুরে ষষ্ঠ ধাপের দুই ইউ পি চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠান মাসিক সভা অনুষ্ঠিত এবং জনতার উপহারে ভূষিত চেয়ারম্যান ও ইউপি সদস্যাগন। উপজেলার ষষ্ট ধাপের ৩১ জানুয়ারি ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যর শপথ নেওয়া শেষ হয়ে যাওয়ায় ৯ মার্চ বুধবারে দামোদর পুর ও নলডাঙার ইউনিয়ন পরিষদে দ্বায়িত্ব গ্রহণ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দামোদরপুর ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সুধীজন ও জনতার উপস্হিতিতে উৎসব মুখের পরিবেশে দ্বায়িত্ব ভার তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহরিয়ার খাঁন বিপ্লব এবং নলডাঙ্গা ইউপির বিজয়ী চেয়ারম্যান আঃ গফুর এর সভাপতিত্বে দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার উপস্হিত ছিলেন। নলডাঙাবাসী ইউপি চেয়ারম্যান এর দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজয়ী চেয়ারম্যান আঃ গফুরকে একটি মোটরসাইকেল ও এক ব্যবসায়ী সংরক্ষিত তিন ইউপি সদস্যাকে ইসলামিক বোরকা উপহার দিয়েছেন বলে জানা যায়। দুই ইউনিয়ন বাসীর দাবি আমাদের ইউনিয়নকে মাদক মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।