সালমান সিদ্দিকী সবুজ, সাতহ্মীরাঃ | রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট
সাতহ্মীরা কৈখালী কোস্টগার্ডের অভিযানে( ১২) হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি সহ তিনজন পাচার কারী আটক, জেলার শ্যামনগর উপজেলার কৈখালী কোস্টগার্ডের অভিযানে তিনটি মোটর সাইকেল ও( ১২)হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি সহ তিন পাচার কারী আটক করেছে কৈখালী কোস্টগার্ড। শনিবার দিবাগত রাত (২)টার সময় গোপন সংবাদের ভিত্ততে কৈখালী কোস্টগার্ডেরর সদস্যরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালীর ব্রিজের উপর থেকে ১২হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও তিনটি মোটর সাইকেই মধ্যে ১ একটি ডিসকভার ২টি হিরো হোনডা গাড়ী ও তিন পাচার কারীকে আটক করে। আটককৃত পাচার কারী হলেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মইনদ্দিনের পুএ এবাদুল ইসলাম মজিদ গাজীর পুএ ফারুক গাজী ও হামজারের পুএ জাইহিদ ইসলাম কে আটক করে। কৈখালী কোস্টগার্ডের সদস্যরা। এদেকে মোবাইল ফোনে কৈখালী কোষ্টগার্ডের পেটি অফিসার ফুল মোহাম্মাদ বলেন, ব্যস্ত আছি পরে জানাবো। এঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ জানান।
Posted ৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।