আব্দুর রহমান,সাতক্ষীরা: | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে সম্মিলিত এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এম. বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল ও আজিজুল ইসলাম ইমরান। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস প্রদান করে বলেন, যে কোন সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে। একটি সংবাদ যেন কারো ক্ষতির কারণ না হয়। একটি সংবাদের কারনে যেন কোন নিরাপরাধ মানুষ হয়রানি না হয়। অপরাধীদের বিপক্ষে যেন সকল সদস্যের অবস্থান থাকে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।